ফ্যানে ঝুলছিল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা হুমায়ূন কবির মিল্টনের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম শিশির আক্তার কলি (২৫)। তিনি ঝিনাইদহ শৈলকুপার কুলচারা গ্রামের রেজাউল করিমের মেয়ে। মিল্টনের বাড়িও একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিল না। ঘরের চাবি নেয়ার জন্য অন্য ভাড়াটিয়া তাকে অনেক ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে কলির ঝুলছে। এরপর খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী মিল্টন জানান, বিকেলে ব্যক্তিগত কাজে রাজবাড়ী যাই। সেখান থেকে বার বার স্ত্রীকে ফোন দেই। ফোন না ধরায় দ্রুত বাসায় চলে আসি। এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে কলি ঝুলছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এসপি