রুবিনার পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী ফজলুল হক

পটুয়াখালীর কলাপাড়ায় শিকল বন্দি মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে অসহায় থাকা শিশু রুবিনাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডন প্রবাসী ফজলুল হক।
বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ফজলুল হকের পক্ষে এ অর্থ সহায়তা রুবিনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এম. মিজানুর রহমান বুলেট ও স্থানীয় সমাজকর্মী হাসান পারভেজ।

এনটিভিতে ‘মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে ভিক্ষায় চলে রুবিনার জীবন’ এমন সচিত্র সংবাদ প্রচারিত হলে লন্ডন প্রবাসী ফজলুল হক এ আর্থিক সাহায্য প্রদান করেন।
প্রসঙ্গত, সংবাদ প্রকাশের পর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক শিশু রুবিনাকে জমিসহ একটি ঘর এবং খাদ্য সহায়তা প্রদান করেন। সর্বশেষ তাদের এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
কাজী সাঈদ/এমএএস