ভোলায় স্কুল মাঠ থেকে উদ্ধার বিদেশি শটগান, মালিকানা নিয়ে ধোঁয়াশা
ভোলার লালমোহন উপজেলায় একটি স্কুল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগের মধ্য থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনগত রাত ৯টার উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।
আজ শুক্রবার রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম।
লালমোহন থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমোহনের কালমা ইউনিয়নের ওই স্কুল মাঠে কে-বা কারা ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগের মধ্যে ডুকিয়ে একটি শটগান ফেলে রেখে গেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “গোপন সংবাদের ভিক্তিতে একটি বিদেশি শটগান উদ্ধার করেছি। অস্ত্রের গায়ে একটি নাম্বার রয়েছে,ওই নাম্বারের সুত্র ধরে অস্ত্রটির খোঁজ নেয়ার চেষ্টা করছি।”
“সাধারণত এই শটগান দেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। গত বছরের আগস্টে দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটের খবর পেয়েছি। হতে পারে এটি কোনো এক থানা থেকে লুট হওয়া অস্ত্র।”
ওসি বলেন, “এমনও হতে পারে অস্ত্রটি কারো ব্যক্তি মালিকানাধীন,লাইসেন্স মেয়াদউর্ত্তীন হওয়ার কারনেও তিনি অস্ত্রটি স্কুল মাঠে রেখে গেছেন। অস্ত্রটি অবৈধ অস্ত্রধারীরও হতে পারে। আমরা অস্ত্রটির মালিকানা শনাক্তের চেষ্টা করছি।পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।”
মো.খাইরুল ইসলাম/এসএমডব্লিউ