নেত্রকোনায় দুই দিনব্যাপী বাউল মেলা অনুষ্ঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল কবি রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় শুরু হয়েছে বাউল মেলা। বাউল রশিদ উদ্দিন একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার ও সোমবার (১৯-২০ জানুয়ারি) দুই দিনব্যাপী শহরের রাজুর বাজার এলাকায় রশিদ উদ্দিন একাডেমি প্রাঙ্গণে এ বাউল মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী।
বাউল রশিদ উদ্দিন অ্যাকাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- জেলা প্রেসক্লাবের সদস্য সচিব, ম. কিবরিয়া চৌধুরী হেলিম। আলোচক হিসেবে ছিলেন লেখক ও কবি মোহাম্মদ আনোয়ার হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক মো. ইসলাম উদ্দিন খান চঞ্চল।
আরও পড়ুন
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রখ্যাত বাউলেরা তাদের বাউল গান পরিবেশন করবেন। আয়োজনের প্রথম দিনে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী বাউল সালাম, গোলাম মাওলাসহ আরও অনেকে।
মেলায় বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যসহ নানা পণ্যের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। শীতের কুয়াশামাখা রাতে হাজারো দর্শক মেলায় বাউল গান উপভোগ করেন।
চয়ন দেবনাথ মুন্না/এমএন