সেই জমিলাকে ঘর দেওয়ার আশ্বাস দিলেন ইউএনও

অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টে ‘কালবৈশাখী কেড়ে নিল জমিলার শেষ আশ্রয়টুকু’ শিরোনামে সংবাদ প্রকাশের পরে অবশেষে সেই জমিলার পাশে দাঁড়ালেন ঠাকুরগাঁও সদর নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
বুধবার (২৬ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক জমিলার ঘরটি পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি জমিলার ঘরের উপর পড়ে থাকা গাছটি অপসারণ করে দেন। সেই সঙ্গে তাকে কিছু শুকনা খাবার প্রদান করা হয়।
পাশাপাশি জমিলা বেগমকে ভূমিহীন হিসেবে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দ্রুত সময়ে প্রদানের আশ্বাস দেন ইউএনও। জমিলাকে নিয়ে মানবিক সংবাদ প্রচারের জন্য ঢাকা পোস্টকে ধন্যবাদ দিয়েছেন ইউএনও।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ভিক্ষুক জমিলা বেগমের বিষয়টি ঢাকা পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। এরপর সেখানে গিয়ে সেই ভিক্ষুকের ঘরের উপর পরে থাকা গাছটি অপসারণ করে তাকে কিছু শুকনো খাবার দিয়ে আসা হয়েছে। তাকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।
তিনি ঢাকা পোস্টকে ধন্যবাদ দিয়ে আরও বলেন, এই অনলাইনটির সংবাদের মাধ্যমে এর আগেও ঠাকুরগাঁও জেলার কয়েকজন অসহায় মানুষের উপকার হয়েছে। আশা করি ঢাকা পোস্ট আরও বেশি করে সমাজের অসহায়দের নিয়ে কাজ করবে।
নাহিদ রেজা/এমএসআর