ফেসবুকে ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটের আগের দিন রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১২টা ৫২ মিনিটে নিজের ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
এ বিষয়ে বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিবেন।
তিনি অভিযোগ করে বলেন, ভোট ডাকাতি শুরু হয়েছে। ৬৩ কেন্দ্রে একযোগে ভোট কাটা হচ্ছে। একে একে বিভিন্ন কেন্দ্রে ভোট ডাকাতির খবর আসছে। তার মধ্যে করিমপুর, ইন্দ্রা, জামদিয়া, আন্দুলবাড়িয়া, বহরামপুর, পশ্চিমা, বন্দবিলা অন্যতম।
বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। এমনকি বাইরে বের হওয়ার কোনো সুযোগ দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন দিলু পাটোয়ারী।
বৃহস্পতিবারের এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিক্টোরিয়া পারভিন সাথী। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান।
এসপি