পাবনার দুই উপজেলায় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

পাবনার দুই উপজেলার (ঈশ্বরদী-বেড়া) উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে দুই নির্বাচনী (ঈশ্বরদী-বেড়া) এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে নিয়োজিত আছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। তবে প্রতিনিধিরা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
বেড়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের রেজাউল হক বাবু (নৌকা), বিএনপির মো. রইজ উদ্দিন (ধানের শীষ), জাতীয় পার্টির আলী আহাদ (লাঙল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন (আনারস)। তবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন। বেড়া ইপজেলার ৬৮টি কেন্দ্রে ২ লক্ষ ৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
অপরদিকে ঈশ্বরদী উপজেলা পরিষদের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা বিএনপির (একাংশের) সদস্য সচিব আজমল হোসেন সুজন এবং জাতীয় পার্টির গাউসুল আজম।
ঈশ্বরদী নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে তথ্য জানা যায়, উপজেলায় ২ লাখ ৫৪ হাজার ৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ১৭৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৯২১ জন। ভোট কেন্দ্র ৮৪টি।
ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক স্কুল ও ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে ভোটাররা ভোট প্রয়োগ করছেন। তবে ভোটার উপস্থিতি অনেক কম।
প্রিজাইডিং অফিসার শওকত ওসমান বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ৭শ ভোটার রয়েছে। সবারই শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট অুনষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি ( ধানের শীষ) এবং জাতীয় পার্র( লাঙ্গল) কেউ পোলিং এজেন্টের নাম তালিকা দেয়নি।
ঈশ্বরদী উপজেলার ১৮টি নির্বাচনী কেন্দ্র ঘুরে তাদের কোনো পোলিং এজেন্টের দেখা মেলেনি।
জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ বলেন, বেড়া ও ঈশ্বরদীর চেয়ারম্যান পদে উপনির্বাচনে সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ নেই।
উল্লেখ্য ১০ সেপ্টেম্বর বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এবং ২ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ শামসুর রহমান শরীফ মারা যান। এরপর আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।
এসপি