রাজবাড়ীতে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের বাজার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে পৌঁছে দিতে রাজবাড়ীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
জেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় পুরো রমজান মাসব্যাপী এ বাজারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ইফতারের আগ পর্যন্ত এই বাজার চলবে। বাজারে সকল ধরনের কাঁচা শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডিম ও ফল বিক্রি করা হবে।
মো. মমিন মণ্ডল নামের এক ক্রেতা ঢাকা পোস্টকে বলেন, বাজরে এক হালি কাঁচা কলা ৩০ টাকা, আর ন্যায্যমূল্যে এখান থেকে নিলাম ১৫ টাকা দিয়ে। আবার বাজারে একটি বড় তরমুজ কিনতে গেলে সাড়ে ৩০০ টাকার বেশি লাগবে। ন্যায্যমূল্যের বাজার থেকে কিনলাম ২৪০ টাকা দিয়ে। মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ন্যায্যমূল্যের যে বাজারটি বসিয়েছে এতে আমরা যারা স্বল্প আয়ের মানুষ আছি তারা উপকৃত হচ্ছি।
আরও পড়ুন
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার ঢাকা পোস্টকে বলেন, মাহে রমজান উপলক্ষ্যে আমরা জেলা প্রশাসন রাজবাড়ী এই উদ্যোগটি গ্রহণ করেছি। এ ছাড়া প্রতিদিনই আমাদের বাজার মনিটরিং চলছে। ভোক্তা অধিদপ্তর কাজ করছে, যাতে সাধারণ বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গ্রাহকদের ক্রয়সীমার মধ্যে থাকে।
তিনি আরও বলেন, এই জনবহুল জায়গায় আমরা জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় ন্যায্যমূল্যের বাজারটি চালু করেছি। আমাদের প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে সুলভ মূল্যে বিক্রয় করবে। পাশাপাশি আমরা এখানে টিসিবির একটি ট্রাকও রেখেছি। যাতে এখানে যারা ন্যায্যমূল্যে কিনতে আসবে তারা একইসঙ্গে টিসিবির পণ্যগুলোও সংগ্রহ করতে পারেন। টিসিবির প্যাকেজে তেল, ছোলা, চিনি ও ডাল থাকবে। প্রতিদিন প্রায় ৮০০টি পরিবার টিসিবির পণ্য নিতে পারবে। পুরো রমজানজুড়েই আমাদের কর্মসূচি চালু থাকবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্যসচিব মো. রাশেদুজ্জামান, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য সাঈদুজ্জামান সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ