৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামে এক যুবককে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আটক জহুরুল মোল্লা বরিশালের আগৌলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। তিনি গ্রামীন ফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জহুরুল মোল্লা গ্রামীন টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। এর সুবাধে তিনি ওই শিশুর বাড়িতে প্রায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় যুবক জহুরুল মোল্লা। শিশুটির আত্নচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে লম্পট জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নির্যাতিত শিশুকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক জহুরুল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিয়াজ আহমেদ সিপন/এএমকে