পিরোজপুরে খনন হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঐতিহাসিক ভাড়ানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।
জানা গেছে, পিরোজপুর পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও গড়ে প্রায় ২০ থেকে ২২ ফুট প্রস্থের এ খালের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বর্তমান উদ্যোগের ফলে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে।
উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ও গাছ ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা তারিক রানা চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী এ ভাড়ানি খালটিকে সংস্কার ও পুনঃখনন করার ব্যাপারে পিরোজপুরে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এবং পিরোজপুরের সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে সেটি সাধুবাদ জানানোর দাবি রাখে। এটি কোনো প্রকল্প না, খুব স্বল্প পরিসরে কাজটি শুরু হয়েছে। আমরা দাবি জানাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পিরোজপুরের খালগুলোকে খনন করার জন্য একটি পরিকল্পনা নিলে পিরোজপুর বাসির দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।
আরও পড়ুন
পরিবেশবাদীরা বলছেন, এই খাল শুধু পানি প্রবাহের জন্য নয়, বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা ছাড়া শহরের অগ্নি নির্বাপণের জন্য খালটি ভূমিকা রাখবে। তারা খালের পাড় দখলমুক্ত রেখে সবুজায়নের দাবি জানান।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, পিরোজপুর পৌরবাসী প্রাণের দাবি ছিল এই খালটি খনন করে দখলমুক্ত করা। এই খালের যে দূষণ এবং দখল ছিল তার জন্য পানি প্রবাহ পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা আমাকে বলেছেন, একসময় এই খালের বেশ প্রবাহ ছিল। আমরা খালটি খননের কার্যক্রম শুরু করেছি। দুই কিলোমিটার দীর্ঘ এ খালটি আমরা খনন করছি। আশাকরি খালের দুইপাশের বাসিন্দারাও এ কাজে আমাদের সহায়তা করবেন।
শাফিউল মিল্লাত/এএমকে