অনন্ত একটি গাছ কিনে রোপন করার আহ্বান বিভাগীয় কমিশনারের

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে গাছ রোপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৃক্ষ হচ্ছে শস্য ভাণ্ডার। আমাদের খাদ্যশস্যের প্রধান উৎস হচ্ছে এই গাছ। গাছ স্বজীবী আর আমরা পরজীবী। গাছ আমাদের অক্সিজেন ও খাবার দিচ্ছে। গাছ লাগানো সওয়াবের কাজ। আপনারা মেলায় আসুন, অন্তত একটি গাছ কিনে তা রোপন করুন। বৃক্ষমেলা প্রকৃতপক্ষে গাছ লাগানোর একটি সামাজিক আন্দোলন, একটি ক্যাম্পেইন।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সপ্তাব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই বৃক্ষমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বৃক্ষমেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে নগরীর সার্কিট হাউজ চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে, বেলুন ও সাদা পায়ড়া উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যের স্লোগানে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই বিভাগীয় বৃক্ষমেলা আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রায় ৩২টি স্টল স্থান পায়। এতে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন নার্সারি মালিকরা অংশ নেয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফালগুনী নন্দী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
আমান উল্লাহ আকন্দ/এমএএস