ভাঙনকবলিত ১৪০ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা

চাঁদপুরের হাইমচর উপজেলার নিউচর (সম্প্রসারণ) আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে ইউএনও কার্যালয়ে উপজেলা প্রশাসনের নিকট চাবি হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের মেজর তাসনিম ফারহান ও ক্যাপ্টেন মো. মেহেদি।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, হাইমচরের নীলকমল ইউনিয়নের নিউচরে নদী ভাঙনকবলিত এলাকার গৃহহীন পরিবারের আশ্রয়ণ প্রদানের জন্য গত ১ এপ্রিল সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ২৮টি সিআইসিট ব্যারাক হাউজ নির্মাণের কাজ শুরু হয়।
যা গত ২২ মে কাজ সম্পন্ন হয়। এই আশ্রয়ণ প্রকল্পে ১৪০ পরিবার বসবাস করতে পারবে। প্রকল্পটির দৈর্ঘ্য ৪৫ ফুট প্রস্থ ২৯ ফুট। ৫ ইউনিট বিশিষ্ট শেডগুলো প্রতিটির মেঝে পাকা ও সম্পূর্ণ টিন দ্বারা নির্মিত। আশ্রয়ণে বসবাসকারীদের সুবিধার্থে ৮৪টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ২৮ অগভীর নলকূপ স্থাপন করা হয়।
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেছে সেনাবাহিনীর প্রতিনিধি দল। আমরা হতদরিদ্র, নদী ভাঙনকবলিত মানুষ ও সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ঘর বুঝিয়ে দেব।
কুমিল্লা সেনানিবাসের মেজর তাসনিম ফারহান বলেন, আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। এ মূলমন্ত্রকে সামনে রেখে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় হাইমচরের নদী ভাঙনকবলিত এলাকার গৃহহীন পরিবারের জন্য প্রকল্পটি প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম।
শরীফুল ইসলাম/এমএসআর