ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। আগে এই রুটে ভাড়া ছিল ৫০ টাকা, এখন তা ৫৫ টাকা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করারও সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরিবহন মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি তোলেন। এ নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা হয়। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ছাত্র ফেডারেশন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।
পর্যালোচনায় দেখা যায়, সরকারি প্রজ্ঞাপন ও দূরত্বের হিসেবে এ রুটে ভাড়া প্রায় ৬০ টাকা হওয়া উচিত। পরে বিষয়টি জেলা প্রশাসকের হাতে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন
জেলা প্রশাসক সভায় বলেন, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। ন্যায্যতা নিশ্চিত করতে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা সভায় ভাড়া বৃদ্ধির বিরোধিতা করেছি। কিন্তু বিএনপি, জামায়াত ও প্রেস ক্লাবের সভাপতি ভাড়া বৃদ্ধির পক্ষে ছিলেন। সংখ্যাগরিষ্ঠতার কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে পদক্ষেপ নেব।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান সৈকত/এএমকে