গর্তের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় ড্রেজারের বালুর গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, শাসনখোলা গ্রামের মোশারফের ছেলে রায়হান (৬) ও একই গ্রামের শাহিনের ছেলে রিহান আহমেদ (৩)। তারা দুজন মামাতো-ফুফাতো ভাই।
রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির পাশে একসঙ্গে খেলছিল রায়হান ও রিহান। এক পর্যায়ে তারা বাড়ির পাশে থাকা একটি ড্রেজারের বালুর গর্তে পড়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বালুর গর্তে তারা ডুবে আছে দেখতে পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, মঙ্গলবার সকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
আনোয়ারুল হক/এএমকে