‘অনেকে স্বামী থেকেও বিধবা ভাতা পায়, আমি ৬০ বছরেও বয়স্ক ভাতা পাই না’

বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে স্বামী থাকা সত্ত্বেও বিধবা ভাতা প্রদান এবং প্রকৃত দরিদ্রদের বয়স্ক ও অন্যান্য সরকারি ভাতা থেকে বঞ্চিত করা হয় বলে তারা অভিযোগ তুলেছেন।
মানববন্ধনে অংশ নিয়ে ৪নং সুয়ালক ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা সুমি আক্তার বলেন, অনেকে স্বামী বেঁচে থাকার পরেও বিধবা ভাতা পেতে পারলে আমি বিধবা হয়েও ২ বছরেও কোনোদিন এই ভাতা পেলাম না। চেয়ারম্যান, মেম্বারদের কথা রাখতে পারিনি বলেই এই ভাতা পাই না। তিনি আরও বলেন, ৬০ বছর বয়স পেরিয়ে গেলেও ইউপি চেয়ারম্যান, মেম্বারদের কাছে বারবার ধরনা দিয়েও বয়স্ক ভাতা পাই না, আমি কি এই ভাতা পাব না?
অভিযোগ উঠেছে, ভিজিডি, ভিজিএফ চাল, মাতৃত্বকালীন ভাতা, দুগ্ধ ভাতা এবং সরকারি ঘর বরাদ্দেও ব্যাপক অনিয়ম হয়েছে। স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, চেয়ারম্যান উক্যনু মারমা এবং ১ ও ২নং ওয়ার্ড মেম্বার যথাক্রমে আবদুল সফুর ও জসিম উদ্দীন তাদের পছন্দের মানুষদের সুবিধা দিয়েছেন, টাকার বিনিময়ে ভাতা কার্ড বিক্রি করেছেন এবং প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করেছেন।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান ও অভিযুক্ত মেম্বারদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের জন্য বান্দরবান জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নিকট দাবি জানান।
শহীদুল ইসলাম/আরকে