ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফরিদপুরে চলতি বছর এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর নাম আসমা আক্তার ওরফে মুন্নি (২৫)। তিনি ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় ভাড়া থাকতেন, তবে তার মূল বাড়ি চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চিতাডাঙ্গী গ্রামে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত সাড়ে ৪শ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আসমা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। পরে ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, চলতি বছর এই জেলায় অন্তত সাড়ে ৪শ ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ফরিদপুরে এ বছর মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল।
জহির হোসেন/এএমকে