‘পূজায় আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি, এটিই বাংলাদেশ’

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের ৫নং ঘাটে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, এ পূজায় আমরা যে বন্ধন, যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি, এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এবং বিশ্ববাসীকে দেখাতে চাই।
ডিসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ যারা এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি এভাবেই সম্প্রীতির বন্ধন ধরে রেখে ভবিষ্যতের আয়োজনও সুন্দরভাবে সম্পন্ন হবে।
প্রতিমা বিসর্জনের বিষয়ে জেলা প্রশাসক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের পরিকল্পনা করা হয়েছে। এজন্য মণ্ডপ কমিটির নেতাদের সময়মতো প্রতিমা আনতে বলা হয়েছে।
এবার পূজার আগে জেলা প্রশাসন রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করে বিভিন্ন নির্দেশনা দেন জেলা প্রশাসক। এর ফলে সর্বস্তরের সহযোগিতায় পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মেহেদী হাসান সৈকত/আরএআর