চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত শতভাগ নয় : জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় শতভাগ করোনা শনাক্তের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় শতভাগ করোনা শনাক্ত হয়েছে মর্মে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। যে তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ তৈরি করা হয়েছে তা অসম্পন্ন। সিভিল সার্জন চুয়াডাঙ্গা কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় গত বুধবার (২৩ জুন) যথাক্রমে সদর উপজেলায় ৫০টি নমুনা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ২০ জন, আলমডাঙ্গার ১৫টির মধ্যে সাতজন এবং জীবননগর উপজেলার ৪৫টি মধ্যে ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। সেই হিসেবে ১১০টি নমুনার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও কুষ্টিয়া আরটি–পিসিআর ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষায় আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়। সে অনুযায়ী ২৩ জুন সর্বমোট ১৯২টি নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬.৩৪ শতাংশ।
এমতাবস্থায় তথ্য সরবরাহকারী এবং তথ্য গ্রহণকারী উভয়পক্ষকে অধিকতর সতর্কতার সঙ্গে কাজ করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এর আগে করোনা শনাক্তের হার শতভাগ বলে যে তথ্য সিভিল সার্জন কার্যালয় দিয়েছিল সেটি সঠিক নয় জানিয়ে দুপুরে প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
তিনি জানান, ২৩ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও কুষ্টিয়া আরটি–পিসিআর ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন জেলায় মোট ১৯২টি স্যাম্পল পরীক্ষায় ৮৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪৬.৩৪ শতাংশ।
বুধবার রাতে (২৩ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষা করে সবার শরীরেই করোনা শনাক্ত হয় বলে তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।
আফজালুল হক/আরএআর