পুলিশ সদস্যকে কুপিয়ে পালালেন যুবক, মোটরসাইকেল জব্দ

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ইজাউল হক এজাজ নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে পালিয়ে গেছেন এক যুবক। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পাগলপাড়া বাজারে মোটরসাইকেলে তল্লাশি করার সময় এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত নিলয় (৩২) বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক বাণিজ্যের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, নিলয় গভীর রাতে পাগলপাড়া বাজার দিয়ে যাচ্ছিল। এ সময় টহলে থাকা পুলিশ সদস্যরা তার মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করে। এতে ক্ষিপ্ত হয়ে নিলয় পেছন থেকে এক পুলিশ সদস্যকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তবে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি ঢাকা পোস্টকে বলেন, হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর