প্রশংসায় ভাসছেন নাটোরের ডিসি শামীম আহমেদ

নাটোরের বড়াইগ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশু পার্কের উদ্বোধন করে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার উপলশহর আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশু পার্কটির উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, শিশুদের মানসিক বিকাশে পর্যায়ক্রমে জেলার সব আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ধরনের শিশু পার্ক স্থাপন করা হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
তিনি আরও বলেন, শিশুদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন। তাদের বিনোদনের জন্য জায়গার ব্যবস্থা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।

এদিকে অবহেলিত শিশুদের জন্য শিশু পার্ক স্থাপন করে এলাকার মানুষদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। ছোট্ট পরিসরে হলেও এই শিশু পার্কে চারটি রাইড সংযোজন করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, ত্রাণ কর্মকর্তা সালাউদ্দিন, সহাকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, ইউপি চেয়ারম্যান মোমিন আলী উপস্থিত ছিলেন।
শিশুদের জন্য পার্ক ও খাদ্য পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ শীমা, স্বর্না ও আদরীসহ ঘর পাওয়া কয়েকজন বলেন, ‘মা (প্রধানমন্ত্রী) আমাদের পাকা ঘর দিয়েছেন, টিউবয়েল দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন। অভাবের সময় খাবারও দিচ্ছেন।’ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোরের ডিসি শামীম আহমেদের দীর্ঘায়ু কামনা করেন।
এরপর ডিসি শামীম আহমেদ করোনাকালে কর্মহীন থাকায় প্রতিটি ঘরের দরজায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের খাবার ও নগদ ৫০০ টাকা করে পরিবার প্রধানের হাতে তুলে দেন। পরে আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফুল ও ফলের গাছ রোপণ করেন তিনি।
তাপস কুমার/এমএসআর