শীতের রাতে কম্বল হাতে বেদেপল্লীতে ডিসি

রংপুরে গত দুই দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া কাঁপাচ্ছে হতদরিদ্র অসহায় মানুষদের। পৌষের শেষে বেড়েছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে কষ্টে আছে খোলা আকাশের নিচে থাকা মানুষেরা। এমন অসহায় দুস্থদের মধ্যে রয়েছে বেদে সম্প্রদায়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে রংপুর নগরের দমদমা ব্রিজের পাশের অস্থায়ী বেদেপল্লীর শীতার্তদের জন্য কম্বল নিয়ে ছুটে যান জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। কনকনে হিমেল হাওয়ার মধ্যে রাস্তার পাশে গাড়ি রেখে হেঁটে বেদেপল্লীতে গিয়ে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জেলা প্রশাসককে সহযোগিতা করেন। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেদেপল্লীতে থাকা জসিম নামে এক যুবক বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন ডিসি স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় জন্য স্যারকে ধন্যবাদ।
পল্লীর অন্য বাসিন্দারাও রাতের আঁধারে জেলা প্রশাসককে কম্বল হাতে দেখে আনন্দে উদ্বেলিত হন। তারা বলেন, এতো রাতে ডিসি স্যার নিজে এসেছেন, একথা শুনে প্রথমে বিশ্বাস হয়নি। কিন্তু যখন কম্বল হাতে স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখেছি মনটা আনন্দে ভরে গেছে। আমাদেরকে কম্বল দিয়ে অনেক উপকার করলেন স্যার। এই শীতে এভাবে কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। এজন্য ডিসি স্যারকে
আমরা ধন্যবাদ জানাচ্ছি।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, শীতার্তদের পাশে দাঁড়াতে আরও ৫৩ লাখ টাকা সমমূল্যের শীতবস্ত্রের চাহিদা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেগুলো পেলে পর্যায়ক্রমের অসহায় শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।
আরএআর