সোনারগাঁয়ে ৫ শতাধিক চালকের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লকডাউনে কর্মহীন হয়ে গণপরিবহনের চালক ও হেলপারদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে ৫ শতাধিক চালক ও হেলপারের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশে উপজেলায় কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক বিভিন্ন গাড়ির চালক ও হেলপারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শেখ-ফরিদ/এমএসআর