বাগেরহাটে ৫ শতাধিক দুস্থকে খাদ্যসহায়তা

বাগেরহাটে করোনায় কর্মহীন পাঁচ শতাধিক অসহায় মানুষকে শাহজাহাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাব্বেরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন শাহজাজাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা ব্রাঞ্চের ব্যবস্থাপক চৌধুরী ফিরোজ হাসান, বিনিয়োগ কর্মকর্তা হাওলাদার আছাদুজ্জামান, ক্যাশ অফিসার শফিকুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন ব্যাংকের পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় মানুষকে চাল, ডাল, লবণ, সাবান প্রদান করা হয়। শাহজাজাল ইসলামী ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক চৌধুরী ফিরোজ হাসান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংকের পক্ষ থেকে প্রতিবছরই অসহায় মানুষকে সহযোগিতা করা হয়।
এর ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে আমরা বাগেরহাটের পাঁচ শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছে। অন্যান্য জেলায়ও একইভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তানজীম আহমেদ/এমএসআর