টাইফয়েডে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ছেলের মৃত্যু

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের বড় ছেলে ইরাম আর রহমান (১৫) মারা গেছে। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুু হয় (ইন্না লিল্লাহি... রাজিউন)।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, এসএসসি পরীক্ষার্থী ইরাম গত মাসে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিল। জ্বর সেরে গেলে ২৮ জুলাই হঠাৎ তার হাত-পা ও শরীর অবশ হয়ে যায়। বগুড়া মেডিকেলে চিকিৎসা শেষে ২ আগস্ট ভর্তি করানো হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা শুরু করে। ৫ আগস্ট ইরাম চিকিৎসাধীন অবস্থায় অচেতন হয়ে পড়লে তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে। একদিন পর জ্ঞান ফিরলেও ৯ আগস্ট আবার অচেতন হয়ে পড়ে সে। পরদিন ১০ আগস্ট রাত নয়টা থেকে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানে কৃত্রিম শ্বাস যন্ত্র দিয়ে শ্বাস-প্রশ্বাস চালানো হয়। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা ইরামকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রোববার বাদ যোহর শহরের কানুছগাড়ী মসজিদে জানাজা শেষে দক্ষিণ ভাই পাগলা মাজার গোরস্থানে দাফন করা হয়।
সাখাওয়াত হোসেন জনি/এমএএস