ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

লক্ষ্মীপুরে গাছের সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিক গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কাশেমের গলায় মাফলার পেঁচানো থাকলেও হাঁটু মাটিতে লেগে ছিল। এতে স্থানীয়দের ধারণা, কাশেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে দুপুর পৌনে ১২টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, কাশেম আন্ধারমানিক গ্রামের আবু তাহেরের ছেলে। তার সংসারে স্ত্রী নুরজহান আক্তার ও আরমান হোসেন নামে দেড় বছরের এক পালক ছেলে রেয়েছে। তিনি স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় চা দোকানি বৃদ্ধ আবদুর রহিম জানান, ঘটনার আগে কাশেম তার দোকানে চা খেয়েছে। চা খেয়ে কাশেম বাড়ির দিকে রওনা দেয়। কাশেমের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।
জসিম ব্রিকস ফিল্ডের মাঝি ও কাশেমের চাচাতো ভাই সবুজ হোসেন বলেন, সোমবার সকাল পৌনে ৮টার দিকে কাশেম ব্রিকস ফিল্ড থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। পথে কে বা কারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। যে বা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাশেমকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কাশেমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা যে ঘটিয়েছে তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে।
এসপি