দৌলতদিয়ার যৌনপল্লি থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার ৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে একাধিক মামলার আসামিসহ মদ্যপ অবস্থায় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো গোয়ালন্দের আশিক মোল্লা (২০), দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়ার মিজান শেখের ছেলে অনিক শেখ (২৩), মজিদ শেখেরপাড়ার আক্কাছ আলী মৃধার ছেলে মিজানুর রহমান (২০) এবং পোড়াভিটা এলাকার শহিদ মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (১৯)।
এজাহার সূত্রে জানা যায়, এসআই হাবিবুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লির ১ নম্বর গলিতে লতিফের দোকানের সামনে থেকে নেশাগ্রস্ত ৪ যুবককে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আশিক মোলা ও মিজানুর রহমানের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, মদ্যপ অবস্থায় যৌনপল্লিতে শান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৪ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
মীর সামসুজ্জামান/এমএসআর