চার যুবকের কাছে মিলল এক লাখ ৯০ হাজার ডলার

যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ডলারসহ চার যুবককে গ্রপ্তার করেছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রপ্তার করা হয়।
গ্রপ্তারকৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল, ছোটআঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হজরত ও নওদাগ্রাম এলাকার তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল থেকে চার যুবক ডলার নিয়ে বাসযোগে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে এসেছেন। তারা সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছেন।
এরপর বিজিবির একটি টিম অভিযান চালালে তারা পালানো চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের গ্রপ্তার করা হয়। এরপর তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার ইউএস ডলার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। ওই চোরাচালানের অর্থই তারা বহন করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
এএম