৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্যসহায়তা পেলেন ১০০ জন

৩৩৩ নম্বরে ফোন দিয়ে প্রতিবন্ধীসহ ১০০ জন খাদ্যসহায়তার আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়।
সোমবার (০৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আবেদনকারী ওইসব পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন। খাদ্যসহায়তার মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি লবণ, আধা কেজি মসুরের ডাল এবং এক লিটার সয়াবিন তেল ছিল।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফরোজা খাতুন বলেন, জনবান্ধব সরকার সব সময় দেশের সাধারণ মানুষের পাশে আছে। তাদের প্রয়োজন তথা সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করছি আমরা। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে আজ খাদ্যসহায়তা দেওয়া হলো।
এ সময় আরও উপস্থিত ছিলেনউ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম।
তাপস কুমার/এসপি