গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে ফরহাদ কামাল বিপুল (৫৫) নামে এক চেয়ারমান প্রার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা। গুরুতর অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুল মোটরসাইকেলযোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন।
এ সময় তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বুকে কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০কে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপন আকন্দ/এসপি