৫ ভিক্ষুক পরিবারের পাশে দাঁড়ালেন নোয়াখালীর ডিসি

নোয়াখালীর সেনবাগে অসহায় ৫ ভিক্ষুক পরিবারের মুখে হাসি ফোটালেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে 'ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের' আওতায় বিনামূল্যে প্রতিটি পরিবারকে ৩টি করে মোট ১৫টি গবাদি পশু হস্তান্তর করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ভিক্ষুক মুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে জেলা প্রশাসক নোয়াখালী ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছেন। ৩ বছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫ জন ভিক্ষুকের মাঝে গবাদি পশু বিতরণ করেছি। ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম ধারাবাহিকভাবে নোয়াখালীর অন্যান্য উপজেলায় পরিচালিত হবে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, ১৫টি গরু দেওয়ার পাশাপাশি ৩ মাসের দানাদার খাবার হিসেবে ৭০ কেজি ভুষি, ১০ কেজি খইল ও চিকিৎসা ও যাবতীয় খরচের জন্য নগদ ১০০০ টাকা করে দেয়া হয়েছে। আমরা সর্বমোট ১৯টি ভিক্ষুক পরিবারকে পুনর্বাসন করব। ইতোমধ্যে ১৩টি ভিক্ষুক পরিবারকে পুনর্বাসিত করেছি।
এসময় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসানসহ সেনবাগ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমএএস