ব্যালট বাক্স ছিনতাইকালে তিন ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। তিনি বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উবায়দুল হক/এসপি