সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

সুনামগঞ্জে একটি হত্যা মামলার রায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সোহেল আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের খুশি মিয়ার ছেলে তাজ উদ্দিন (৫৪)। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৯ মে ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা সামরান মিয়াকে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের তাজ উদ্দিন ছুরিকাঘাত করেন। পরে সামরানকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার পরদিন সামরান মিয়ার মা হাওয়ারুন নেছা বাদী হয়ে তাজ উদ্দিনসহ সাতজনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অন্য আসামিদের খালাস দিয়েছেন আদালত।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া বলেন, আদালতের রায়ে আমরা বাদী পক্ষ খুশি। রায় দ্রুত কার্যকর হোক।
সাইদুর রহমান আসাদ/এএম