৭ কি.মি. দূরে মিলল বিচ্ছিন্ন হাত

সকাল সাড়ে ৭টা। কুয়াশা ভেদ করে নরসিংদী সদরের আরশীনগর এলাকায় প্রাতর্ভ্রমণ করছিলেন কয়েকজন নারী। এমন সময় তাদের মধ্যে একজন রেললাইনের স্লিপারে একটি রক্তাক্ত কাটা হাত দেখতে পান। বিষয়টি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হয়।
জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রেলওয়ে পুলিশ হাতটি উদ্ধার করে। এরই মধ্যে পুলিশ ফাঁড়িতে খবর আসে ৭ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন আমীরগঞ্জে রেললাইন পার হতে গিয়ে অজ্ঞাত একজন মারা গেছেন। ঘণ্টা দেড়েকের মধ্যে রেলওয়ে পুলিশ ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ওই মরদেহেরও একটি হাত শরীরের সঙ্গে নেই। তবে বিচ্ছিন্ন হওয়া একটি হাত আমীরগঞ্জে পাওয়া গেলেও আরেকটির খোঁজ মেলেনি।
পুলিশ ধারণা করছে, ৭ কি.মি. দূরে আরশিনগর থেকে উদ্ধার হওয়া হাত ওই ব্যক্তিরই। চাকার ওপরিভাগের কোনো অংশের সঙ্গে ঝুলে চলে গেছে।
এ বিষয়ে আমীরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম নবী বলেন, সকালে আমরা কয়েজকন রেলকর্মী প্রতিদিনের মতো রেললাইনের জোড়া এবং সিগন্যাল টেস্ট করতে বের হলে স্টেশনের পশ্চিম পাশে ছিন্নভিন্ন মরদেহ দেখতে পাই। পরে রেলওয়ে ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ বছর। এখনও তার কোনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি, ঘটনাস্থল থেকে ৭ কি.মি. দূরে পড়ে থাকা মরদেহ ওই ব্যক্তিরই।
রাকিবুল ইসলাম/এসপি