ঢাকা পোস্টের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজন

নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে কুড়িগ্রামে।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ৭ গুণি ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন- করোনাকালে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. অন্তু চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, ২১শে পদক মনোনীত বিশিষ্ট রাজনৈতিক ও উত্তর বঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন, সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক শ্যামল ভৌমিক, কবি ও সাংবাদিক বাদশাহ্ সৈকত, শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ উপধ্যাক্ষ উদয় শংকর চক্রবর্তী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মোহাম্মদ শাহরিয়ার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি সুজন মোহন্ত। স্বাগত বক্তব্য রাখেন- ঢাকা পোস্ট-এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. জুয়েল রানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দীপ্ত টিভির প্রতিনিধি মো. ইউনুছ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক এবং এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলমগীর, এসএ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ্ সৈকত, জিটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম, জাগো নিউজের প্রতিনিধি মাসুদ রানা, ঢাকা মেইলের প্রতিনিধি ফজলুল করিম ফারাজী, বার্তা ২৪ এর প্রতিনিধি কল্লোল রায়, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাহানুর রহমান খোকন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি ফিরোজ আলম মনু ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ইমতে আহসান সিলু।
অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি অন্তু চৌধুরী বলেন, অতি অল্প সময়ে ঢাকা পোস্ট গ্রামীণ প্রান্তিক গোষ্ঠীর অধিকারের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। একই সাথে আমাদের মতো যারা মাঠ পর্যায়ে সামাজিক কাজগুলো করছে তাদের খুঁজে বের করে তাদের কথাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে; যা প্রশংসার দাবিদার।
মো. জুয়েল রানা/এনএফ