খুলনায় অ্যালকোহল পানে ব্যবসায়ীর মৃত্যু

খুলনা মহানগরীতে অ্যালকোহল পানে মো. সবুজ (৩৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকশীপাড়া বিহারীগলি এলাকার মোতাহের হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিহারীগলি এলাকার সবুজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অ্যালকোহল পান করেছিলেন। অ্যালকোহল পানের পর অসুস্থ হয়ে পড়লে শনিবার (৬ ফেব্রুয়ারি) তাকে কিওরহোম হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থা একটু ভালো হলে বাড়িতে চলে যান তিনি।
পরে আবার তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে রোববার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আত্মীয়-স্বজনরা তাকে খুমেক হাসপাতালে ভর্তি করান। শারীরিক অবস্থা খারাপ হলে মেডিসিন বিভাগে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত বলেন, সকালে সবুজ মারা গেছেন। তবে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
মোহাম্মদ মিলন/এমএসআর