ব্যবসা-বাণিজ্য সহজ করতে সব সেবা আনতে হবে এক প্রতিষ্ঠানের অধীনে

দেশের বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিবেশ উন্নয়নের জন্য ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তাদের মতে, সব ব্যবসায়িক সেবা এবং বাণিজ্য সম্পর্কিত কার্যক্রম একত্রিত করে একটি কর্তৃপক্ষের অধীনে আনা হলে, দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি হবে।
মঙ্গলবার( ২৪ জুন) গুলশানে এফবিসিসিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ী নেতারা তাদের মতামত তুলে ধরেন।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট (টিএফএ) ট্র্যাকিং টুলস মিশনের সঙ্গে এই সভায় উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র ট্রেড ফ্যাসিলিটেশন স্পেশালিস্ট মেলভিন স্প্রেইজ, ট্রেড ফ্যাসিলিটেশন কন্সালট্যান্ট থেরেসা মরিসে এবং সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ বেবি।
আরও পড়ুন
তারা জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলো তাদের বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণে টিএফএ ট্র্যাকিং টুলস ব্যবহার করছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো আরও সহায়তা পাচ্ছে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান সভায় বলেন, দেশে ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস এবং উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার জন্য কারিগরি সক্ষমতা, দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। সঠিক সময়ে কার্যক্রম সম্পন্ন করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক কর্তৃপক্ষের অধীনে সেবা প্রদান করা একান্ত প্রয়োজন।
এছাড়া তিনি বেসরকারি খাতের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন, যাতে ব্যবসায়ীরা আরও কার্যকরী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার টুলস ব্যবহার করে দেশের বাণিজ্য প্রক্রিয়া সহজ করা সম্ভব এবং এজন্য বেসরকারি খাতের মতামত গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
বিশ্ব ব্যাংক জানিয়েছে যে, তারা টিএফএ বাস্তবায়নে প্রযুক্তি এবং দক্ষতার উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে, যাতে বাণিজ্য প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হয়। বাণিজ্য সেবা দ্রুত এবং দক্ষভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব খুবই ইতিবাচক হবে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আব্দুল হক, মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এবং অন্যান্য ব্যবসায়ী নেতারা এই সভায় উপস্থিত ছিলেন।
এসআই/এআইএস