করপোরেট একাডেমি আয়োজনে সবচেয়ে বড় আয়কর সামিট অনুষ্ঠিত

প্রায় ১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে করপোরেট একাডেমি আয়োজন করলো দেশের সবচেয়ে বড় আয়কর সামিট।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন– নবীন কর আইনজীবী, আয়কর প্রফেশনাল ও শুভানুধ্যায়ীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।
এ সময় তিনি বলেন, নবীন কর আইনজীবীদের প্রতি আমার আহবান, শুরুর দিকেই অর্থ নিয়ে না ভেবে, শতভাগ ক্লায়েন্ট সার্ভিস নিশ্চিত করুন, অর্থ আপনার পিছনে দৌড়াবে।
এ ছাড়া তিনি জাতীয় কর ব্যবস্থাপনা, কর জিডিপি বাড়াতে প্রফেশনালদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এনবিআরের চলমান বিভিন্ন করদাতা বান্ধব উদ্যোগ নিয়ে অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।
অনুষ্ঠানে দুটি কিনোট পেপার উপস্থাপন করা হয়। মূল পর্বে– ‘ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন ইন বাংলাদেশ, দ্য ফিউচার ট্র্যাজেক্টরি’ বিষয়ক
কি নোট পেপার প্রেজেন্ট করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইখতিয়ারউদ্দিন মো. মামুন এফসিএমএ ।
ট্যেকনিক্যাল সেশন পর্বে– ‘অপ্টিমাইজিং ট্যাক্স রেভিনিউ ইন বাংলাদেশ’ শীর্ষক আরেকটি কি নোট পেপার প্রেজেন্ট করেন স্নেহাসিস মাহমুদ অ্যান্ড কোং-এর পার্টনার, স্নেহাসিস বড়ুয়া এফসিএ।
অনুষ্ঠানে বিসিএস কর একাডেমির মহাপরিচালক মো. মাসুদুর রহমান মাসুদ, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এর পরিচালক ওয়াকিল আহমেদ, সাবেক সদস্য (আয়কর) রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়্যারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ, পুলুটুস কনসালটিং এর সিইও, নাজমুল হায়দার এফসিএমএ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর ডিজিএম ফাইন্যান্স, মোহাম্মদ রেফাউল করিম চৌধুরি এফসিএ, হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের সিইও মো. মামলুক হোসাইন এফসিএ, এফসিএমএ, হোসাইন মামলুক অ্যান্ড কোং এর ডাইরেক্টর নব কৃষ্ণ মুনি এফসিএমএ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়কর প্রফেশনালদের ক্যারিয়ার উন্নয়ন ও দিক নির্দেশনামূল একটি বিশেষ প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়। প্যানেল ডিসকাশন সেশনে প্যানেল স্পিকার ছিলেন রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, ওয়াকিল আহমেদ ও স্নেহাসিস বড়ুয়া এফসিএ। এবং মডারেটর হিসেবে সেশনটি পরিচালনা করেন মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করপোরেট একাডেমির ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মো. আরিফুর রহমান। এবং সমাপনী বক্তব্য রাখেন করপোরেট একাডেমির অ্যাডভাইজার, ও সাবেক সদস্য (টেকনিক্যাল), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুন্যাল ও মোহাম্মদ ফখরুল আলম।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন– ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ, হোসাইন মামলুক অ্যান্ড কোং এর সিইও মো. মামলুক হোসাইন এফসিএ, এফসিএমএ, ভাইয়া হাউসিং লিমিটেডের সিএমও মো. ফরহাদ উদ্দিন এবং করপোরেট একাডেমি প্রফেশনাল ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির সফল বাস্তবায়ন এবং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করপোরেট একাডেমি প্রফেশনাল ফোরাম।
বিআরইউ
