খালেদা জিয়ার মৃত্যুতে অর্থনীতি সমিতি ও ডিসিসিআইয়ের শোক

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি ও ডিসিসিআই পৃথক প্রেস বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার ও অগণিত শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অর্থনীতি সমিতির আহ্বায়ক ড. মাহবুব উল্লাহ বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ কারিগর। তার নেতৃত্বে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির উদারীকরণ বেগবান হয়। তার সরকারের চালু করা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বাংলাদেশের শিক্ষাখাতে এক মাইলফলক হয়ে আছে। বিশেষ করে মেয়েদের জন্য উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা চালু করার মাধ্যমে তিনি দেশের মানবসম্পদ উন্নয়নে যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি প্রভাব রেখেছে।
অন্যদিকে ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা গভীর শোক করে বলেন, বেগম খালেদা জিয়া, দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন, সেই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গিয়েছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আরএম/এমজে