৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ সময়সূচি সাধারণ ক্যাডার এবং সাধারণ ও কারিগরি অথবা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ২০ মে। যা পর্যায়ক্রমে চলবে আগামী জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত।
সোমবার (৫ মে) বিপিএসসি থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন
এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি অথবা পেশাগত উভয় ক্যাডার এবং সাধারণ ক্যাডারের পদসমূহের রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ২০ মে শুরু হওয়া পরীক্ষায় ২৪ জুন পর্যন্ত বিভিন্ন ক্যাডারের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট https://bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুক্তিসংগত কারণে প্রকাশিত সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করতে পারবে।
আরএইচটি/এআইএস