ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগ ৪ বছরের জন্য কার্যকর থাকবে যা যোগদানের তারিখ থেকে গণনা করা হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএসএ