‘কাঁটা লাগা’র জন্য রাতারাতি খ্যাতি, সেই গানে কত টাকা পেয়েছিলেন শেফালী

২০০২ সাল সবে পপ গান শুরু হয়েছে ভারতীয় টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে হাজির এক তরুণী। এক রাতেই হয়ে গেলেন ভাইরাল দক্ষিণ এশিয়াতে।
‘কাঁটা লাগা’ গানটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সকলের মুখে মুখে। শুধু গান নয়, তরুণীর নাচও ঝড় তুললো দর্শক হদৃয়ে।
কে এই নবাগত অভিনেত্রী? জানা গেল, নাম শেফালী জারিওয়ালা। ঘরে বাইরে, রাস্তাঘাটে দিনে রাতে, সর্বত্র বাজত সেই গান। যত না গান শুনত লোকে, দেখত তার চেয়ে বেশি।
শেফালীর নাচেই সবার চোখ। তার নাম না জানলেও ‘কাঁটা লাগা গার্ল’-কে চিনে নিয়েছিল গ্রাম থেকে শহরের সকল শ্রেণির মানুষ। তারপর পেরিয়ে গেছে প্রায় ২০ বছর। শেফালীর জনপ্রিয়তা কিন্ত ওই একটা গানেই।

শেফালী নিজেও চেয়েছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত লোকে তাকে চিনুক ‘কাঁটা লাগা গার্ল’ নামে। সেটাই হয়েছে। আকস্মিক মৃত্যুর পরেও শেফালীকে ওই গানের জন্যই হৃদয়ে ধারণ করে রেখেছেন তার ভক্তরা।
আরও পড়ুন
কিন্তু যেই গান দিয়ে এত জনপ্রিয়তা, সেই মিউজিক ভিডিওতে পারফর্ম করার জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অভিনেত্রী?
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সেই সময় ওই গানটির জন্য মাত্র ৭ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। বর্তমান সময়ের তুলনায় টাকার পরিমাণটা খুবই কম হলেও নবাগত একজন মডেলের জন্য সেসময়ে এটাই যথেষ্ট ছিল।
২০০৪ সালেই বলিউডে অভিষেক হয় ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। যেখানে তার একটি ক্যামিও চরিত্র ছিল। তারপর অবশ্য একাধিক শো করেছেন শেফালী। তবে দর্শকরা তাকে মনে রেখেছেন সেই একটি গানের মাধ্যমেই....।
এনএইচ