বিরাটের গলায় ‘মেরে মেহেবুব...’ গান শুনে কাঁদলেন আনুশকা (ভিডিও)

২০১৭ সালের ১১ ডিসেম্বর। ইতালির তাসকানিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট-আনুষ্কা। তাসকানির নৈসর্গিক স্থান বর্গো ফিনোসিয়েতোতে বসেছিল ভারতের ক্রিকেট অধিনায়কের বিবাহ আসর। কড়া নিরাপত্তা। কোনো মিডিয়া নেই। ক্যামেরা নিয়ে প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, এমনকি সঙ্গে মোবাইল রাখাতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। যেন কাকপক্ষীরও প্রবেশ নিষেধ।
শুধু ঘরোয়া বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বিয়ে সেরেছিলেন তারকাজুটি বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। রূপকথার এই বিয়ের ২ বছর পূর্তি হয়েছে বটে। তবে তারকাজুটিতে এখনও মজে আছেন ভক্তরা। তাই বছর ঘুরলেও বিরুষ্কার বিয়ের ছবি-ভিডিও আজও ভাইরাল। সেরকমই এক ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের আগে ঘরোয়া ব্যাচেলর পার্টিতে গান ধরেছেন ভারতীয় ক্রিকেটদলের অধিনায়ক বিরাট কোহলি। আটের দশকের সেই জনপ্রিয় গান ‘মেরে মেহেবুব কেয়ামত’। বাইশ গজের বাইরে এ এক অন্য বিরাট। এদিকে দর্শকাসনে আনুষ্কা শর্মা। বন্ধু-বান্ধব পরিবেষ্টিত।
তার জীবনের প্রিয় মানুষটির জন্য শান্ত গলায় গান গেয়ে চলেছেন বিরাট। ক্যামেরা তার দিকে যেতেই দেখা গেল অভিনেত্রীর চোখে ভেজা। একেবারে আবেগঘন হয়ে উঠেছেন আনুষ্কা। গান শেষ হতেই চারিদিকের সকলে করতালিতে মেতে উঠলেন। দর্শকাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেল আনুষ্কা শর্মাকেও।
প্রসঙ্গত, বিয়ের দুই বছর পরও আনুষ্কা-বিরাট নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তাদের খুনসুটি দেখে মেতে ওঠেন ভক্তরা।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
ওএফ