‘টিভিতে তার খেলা দেখে বড় হয়েছি, এখন তাকে বোলিং করছি’

অন্য দুই ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে এখনো চালিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুর্দান্ত শুরু করেছেন তিনি। প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা কোহলির বিপক্ষে বোলিং করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জানসেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। যেখানে বড় অবদান রাখেন কোহলি। তিনি পেয়েছেন সেঞ্চুরির দেখা। ৭ ছক্কা ও ১১ চারে ১২০ বলে খেলেন ১৩৫ রানের মাস্টারক্লাস ইনিংস। তিনি হয়েছেন ম্যাচ সেরাও।
আগে থেকেই ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড কোহলির। ৫২তম শতকে সেটিকে আরও সমৃদ্ধ করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয়টি শতকের রেকর্ডও গড়েন ডানহাতি এই ব্যাটারের।
কোহলিকে নিয়ে জানসেন বলেন, 'বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে বল করে তাদের আউট করা বেশ কঠিন। আমি সবসময় চেষ্টা করি একজন ব্যাটসম্যানকে প্রথম ১০ থেকে ১৫ বলের মধ্যে ফেরাতে। ওই সময়টায় সে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় থাকে।'
'একবার তারা মাঠে নেমে ছন্দ খুঁজে পেলে, তাদের থামানো খুবই কঠিন। এখানে সবাই জানে কীভাবে খেলতে হয়-তাই আপনাকে বিকল্প পরিকল্পনায় যেতে হবে।'-যোগ করেন তিনি।
কোহলির খেলা একও সময় টিভিতে দেখে বড় হওয়া জানসেন তার বিপক্ষে খেলতে পেরে রোমাঞ্চিত, 'তাকে খেলতে দেখে ভালো লাগছে। টিভিতে তার খেলা দেখে বড় হয়েছি এবং এখন তাকে বোলিং করছি…সে ভালো ড্রাইভ খেলে, পুল, কাট ও পায়ের ওপরের বল; সবই দারুণ খেলে। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে-এখন কেবল সে আরও লম্বা ইনিংস খেলছে।'
এইচজেএস