ফের করোনা আক্রান্ত পার্নো মিত্র

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ জানুয়ারি ২০২২, ০৭:২৩ এএম


ফের করোনা আক্রান্ত পার্নো মিত্র

দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলেন টালিউডের গুণী অভিনেত্রী পার্নো মিত্র। রোববার (২ জানুয়ারি) তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে পার্নো লিখেছেন, ‘আপনাদের একটি জরুরি খবর দিতে চাই। আমি আবার কোভিড পজিটিভ। আমার কিছু মৃদু উপসর্গ রয়েছে। আমি আপাতত নিভৃতবাসে রয়েছি। বিগত তিন দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিভৃতবাসে যাওয়ার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি। নিজের খেয়াল রাখুন। দয়া করে সকলে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।’

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন পার্নো। বিধানসভা নির্বাচনের প্রচারের খাতিরে তাকে নির্বাচনী কেন্দ্র বরাহনগর (উত্তর) অঞ্চলে টানা দৌড়ঝাঁপ করতে হয়েছিল। প্রচারের জন্য সংস্পর্শে আসতে হয়েছে বিভিন্ন মানুষের। সম্ভবত সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

টালিউডে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার জিৎ গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের কোভিড আক্রান্তে হওয়ার খবর সামনে এসেছে। এবার তালিকায় নতুন সংযোজন পার্নো।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এইচকে

Link copied