খুলনা-চট্টগ্রামের ৩ শিক্ষার্থী হলেন মেডিকেলে দেশসেরা

২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন তিনি।
তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদাউস। সানজিদের স্কোর ৯০ দশমিক ৫। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। আর তাসনিমের স্কোর ৮৯ দশমিক ৫০। তিনি যশোরের শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ বছর সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জনকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ।
ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।
যেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা
ওয়েবসাইট- https://result.dghs.gov.bd/mbbs/ থেকে ফল জানতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (https://dgme.portal.gov.bd/) ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন
এদিকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি। ভর্তি কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তিন পর্যায়ে শিক্ষার্থীরা এক সরকারি কলেজ থেকে অন্য সরকারি কলেজে মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তি শেষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়।
এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
এমজে