হারুন-শাকিলের নেতৃত্বে ড্যাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পেয়েছে তার পূর্ণাঙ্গ কমিটি। ২৭৬ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদনের পাশাপাশি ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ৯ আগস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব নির্বাচিত হন ডা. জহিরুল ইসলাম শাকিল। নতুন কমিটিতে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে প্রধান উপদেষ্টা এবং অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। ডা. মো. মেহেদী হাসান কোষাধ্যক্ষ এবং অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্বে রয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪৫ জন সহ-সভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছে। এছাড়া সাংগঠনিক, সহ-সাংগঠনিক, সম্পাদকীয় এবং অন্যান্য পদ মিলিয়ে মোট ২৭৬ জন চিকিৎসক কমিটিতে স্থান পেয়েছেন। বিগত কমিটির মহাসচিব আব্দুস সালামকে ‘এক্স অফিসিয়ো সদস্য’ হিসেবে নতুন কমিটিতে রাখা হয়েছে।
এবারের কমিটি স্বাস্থ্য খাতের সংগঠন হিসেবে ড্যাবকে আরও কার্যকর ও প্রগতিশীল নেতৃত্ব প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
টিআই/এমএন