ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭

দুইদিন পর দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও বিশ জনের বেশি মানুষ। খবর আল-জাজিরার।
ভূমিকম্পটি আঘাত হেনেছে ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে। দেশটির রাজধানী শহর জাগরেব থেকে উত্তর-দক্ষিণের শহর পেত্রিঞ্জায় ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
তবে শুধু মধ্যাঞ্চল নয় গোটা ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এমনকি দূরের দেশ অস্ট্রিয়ার রাজধানী শহর ভিয়েনায় পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পেত্রিঞ্জা শহরে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে সহায়তার জন্য এলাকাটিতে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ক্রোয়েশিয়া আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পের কারণে অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাগরেবের ৫০ কিলোমিটার দক্ষিণের পেত্রেঞ্জা শহর।
ভূমিকম্পে যাদের প্রাণহানি হয়েছেন তাদের বেশিরভাগ ওই শহরের বাসিন্দা। নিহতদের মধ্যে ১২ বছরের একটি শিশুও রয়েছে বলে শহরটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে এনওয়ান নিউজ চ্যানেল।
এছাড়া পেত্রিঞ্জা ও সিসাক শহরে বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন সিসাকের জরুরি চিকিৎসাসেবা প্রধান। ক্রোয়েশিয়র প্রতিরক্ষামন্ত্রী তোমো মেদভেদ অবশ্য ভূমিকম্পে ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছেন।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ পেলেনকোভিচ ও প্রেসিডেন্ট জোলান মিলানোভিচ ভূমিকম্পে বিধ্বস্ত শহর পেতিঞ্জায় সফর করেছেন। এক শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী পেলেনকোভিচ।
এএস