কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২০ জুন ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
কামাল লোহানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে উদীচী চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভাটির আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
এতে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক হারুন হাবীব, উদীচীর সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সাংবাদিকতার পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রেখেছেন কামাল লোহানী। সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন পুরোধা ব্যক্তি।
কামাল লোহানীর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতালা গ্রামে তার জন্ম। তিনি দৈনিক মিল্লাত, আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তাসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
এমএইচএস