রাজধানীতে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। মুগদা থানার উপ-পরিদর্শক সুশীল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আমরা জানতে পারি যে মুগদার মান্ডা এলাকায় কিশোরদের মধ্যে ঝগড়া হচ্ছে। পরে ঘটনাস্থলে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে মো. হাসান (১৬) ছুরিকাহত অবস্থায় পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যায়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে হাসানকে প্রতিপক্ষরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এমএসি/ওএফ