আর্তমানবতার সেবায় কাজ করছে আজগর আলী চৌধুরী ফাউন্ডেশন

আর্তমানবতার সেবায় সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে আজগর আলী চৌধুরী ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৭০ জন দৃষ্টিহীন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে। ৮টি পরিবারকে গাভী ও গৃহহীন ৪ পরিবারকে টিন শেড ঘর দিয়েছে। শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে প্রতিষ্ঠানটির।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে ধানমন্ডির পানশী রেস্টুরেন্টে আয়োজিত ফাউন্ডেশনের ২য় পুনর্মিলনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি বদরুল মজিদ চৌধুরী (বুলু) বলেন, আমাদের প্রতিষ্ঠানটি প্রতি রমজানে ৪ থেকে ৫ শত গরিব-দুঃখীর মাঝে খাদ্য বিতরণ করেছে। গরীব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, অসুস্থ সম্বলহীন মানুষকে চিকিৎসা সহায়তা করে যাচ্ছে। ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দুইজন গরিব ছেলে কামিল পাস করে মাদ্রাসার শিক্ষকতা এবং মসজিদের ইমামতি করছেন। গত মাসে আবাসিক একজন হেফজখানা থেকে পড়া শেষে অধ্যাপনা করছেন। সম্প্রতি দুজন রিকশাচালককে দুইটি গাড়ি দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের খরচে ১৭ জনের ঠোঁট কাটা অপারেশন করা হয়েছে।
তাহসিন মাহমুদ রনি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ চৌধুরী।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল হাছান চৌধুরী; সহ-সভাপতি ওয়ালী মাহমুদ; সহ-সভাপতি মাহবুবুজ্জামান চৌধুরী বকুল; কোষাধ্যক্ষ মাইন উদ্দিন হায়দার চৌধুরী; ত্রাণ ও সমাজবিষয়ক সম্পাদক নবী মাহেনুর করিম মান্নু চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক এম জি মাহাবুব চৌধুরী (মঞ্জু); মোসা. নাসিমা বেগম সদস্য (সচিব), আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন; নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. তানজীম চৌধুরী (বিপ্লব)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর আসকার হাসান চৌধুরী, ডক্টর ইকরুল হাসান চৌধুরী, অহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।
উল্লেখ্য, আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।
এমএইচডি/এমএ